এনার্জি রেগুলেটরি কমিশন আইনের সংশোধনী সংসদে পাসের আনুষ্ঠানিকতা সারা হলেই প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম সমন্বয়ে নীতিমালা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
গতকাল সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে সংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে বিদ্যুৎ, জ্বালানি ও তেলের দাম সমন্বয় করা হয়। বাংলাদেশেও ‘বিশেষ পরিস্থিতিতে’ এ পণ্যগুলোর দাম সমন্বয় করা হবে। খবর বিডিনিউজের।
বর্তমানে গ্যাস বিদ্যুতের মূল্য পরিবর্তন বা সমন্বয় করতে হলে সংশ্লিষ্ট কোম্পানি ও সংস্থাগুলোকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে আবেদন করতে হয়। সেই আবেদনের যথার্ততা যাচাই ও গণশুনানি করে কমিশনই ন্যায্য মূল্য ঠিক করে দেয়। খুচরায় বিদ্যুতের দাম বাড়াতে এমনই একটি গণশুনানি রোববার নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন–বিইআরসি। শুনানিতে বিতরণ সংস্থাগুলোর খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ভারিত গড়ে ১৫ দশমিক ৪৩ শতাংশ বাড়িয়ে প্রতি ইউনিট ৮ টাকা ২৩ পয়সা করার সুপারিশ করেছে কমিশনের কারিগরি কমিটি। অবশ্য সব পক্ষের আবেদন বিবেচনায় নিয়ে কমিশন এর চেয়ে কম–বেশি করতে পারে। প্রতিমন্ত্রী বলেন, রেগুলেটরি কমিশন ভোক্তা, খুচরা বিক্রেতা ও বিদ্যুতের কোম্পানিগুলোকে সাথে নিয়ে শুনানি করেছে। তারাই সিদ্ধান্ত নিচ্ছে। এর সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে আমার কাছে মনে হয়– বিইআরসি সহনীয় পর্যায়ে বিদ্যুতের দাম সমন্বয় করবে।
‘বিশেষ পরিস্থিতিতে’ জ্বালানি ও বিদ্যুতের দাম সরাসরি বাড়ানো কিংবা কমানোর ক্ষমতা কমিশনের পাশাপাশি সরকারের হাতে রাখতে ইতোমধ্যে এনার্জি রেগুলেটরি কমিশন আইন সংশোধন করে অধ্যাদেশ জারি হয়েছে। নিয়ম মাফিক গত বৃহস্পতিবার জাতীয় সংসদকে এ বিষয়ে অবহিতও করা হয়েছে।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আইনটা নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে, ক্ষেত্র বিশেষে সরকার যাতে মূল্য সমন্বয় করতে পারে সেজন্য। আমরা আইনটা সংশোধন করতে যাচ্ছি, বিশেষ পরিস্থিতিতে প্রতি মাসে যেন একটা অ্যাডজাস্টমেন্টে যেতে পারি। পাশের দেশেও নিয়মিত এনার্জির দাম সমন্বয় করে, এর সঙ্গে বিদ্যুতের দামও সমন্বয় করে। এখন সারা বিশ্বে একটা মন্দা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। জ্বালানির দাম বেড়ে গিয়েছিল। ইতোমধ্যে বিদ্যুতের উৎপাদন পর্যায়ে মূল্য সমন্বয় করা হয়েছে। এখন খুচরা পর্যায়ে বিইআরসি কী করে সেটা দেখার বিষয়। তারাই নতুন দাম ঘোষণা দেবেন।












