নগরের টাইগারপাস এলাকায় গ্যাস পাম্পে কথা কাটাকাটি থেকে কৌশিক দেব (৩৬) নামে বেসরকারি কোম্পানিতে কর্মরত এক ইঞ্জিনিয়ারকে মারধর করেছে এক সিএনজি চালক ও অজ্ঞাত কয়েকজন। মারধর পরবর্তী তার মোবাইল ছিনিয়ে নেয় অভিযুক্তরা। গত শুক্রবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে গতকাল সন্ধ্যায় খুলশী থানায় দুইটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী কৌশিক। ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী কৌশিক দেব বলেন, শুক্রবার দুপুরে আমার প্রাইভেটকার নিয়ে গ্যাস নিতে গিয়েছিলাম টাইগারপাস গ্যাস পাম্পে। আমি লাইনে ছিলাম। হঠাৎ একটি সিএনজি টেঙি আমার গাড়িকে ধাক্কা দিয়ে সামনে চলে যায়। তখন আমি গাড়ি থেকে এর প্রতিবাদ করি। সিএনজি টেঙি চালক আমার সাথে বাজে আচরণ করে আমার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। এরপর আমি আবার প্রতিবাদ করলে সে আমাকে এলোপাতাড়ি কিলঘুষি দিতে থাকে। এরপর সে আমাকে হুমকি দেয় যে দেখ তোকে কি করি। কিছুক্ষণ পর কিছু বুঝে ওঠার আগেই ওই চালক কয়েকজনকে নিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে। এতে আমার ঠোঁটসহ কয়েক জায়গায় ফেটে যায়। আমি এ ঘটনায় থানায় জিডি করেছি।
জানা গেছে, অভিযুক্ত ওই সিএনজি চালকের নাম জনি (২৭)। টাইগারপাস এলাকায় বিভিন্ন অপকর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।