এবার রাজধানী ঢাকার গুলশানের একটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে।
ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালিয়েছেন পরীমনির এমন অভিযোগের আগের দিন গত ৭ জুন মধ্যরাতে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে পরীমনি ‘গ্লাস ও অ্যাসট্রে ভেঙেছেন’ বলে অভিযোগ করেছেন এই ক্লাবের সভাপতি কে এম আলমগীর ইকবাল। বিডিনিউজ
তার ভাষ্য হলো, “চিত্রনায়িকার আচরণ গ্রহণযোগ্য না হওয়ায় ক্লাব থেকে চলে যেতে বলা হলে তিনি ক্ষিপ্ত হয়ে ভাঙচুর করেন।”
এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পরীমনি বলেন, “ইস্যু ঘোরানোর জন্য আমার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছে। আমার বিরুদ্ধে কোনো জিডিই হয়নি। আমাকে নিয়ে চক্রান্ত চলছে।“
অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষ ওই সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চাইলেও পরে আনুষ্ঠানিকভাবে গুলশান থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি করেনি।
পরীমনিও পরে কোনো অভিযোগ করেননি বলে জানান পুলিশ কর্মকর্তারা।
গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, “গুলশানের অল কমিউনিটি ক্লাবে হাঙ্গামা হচ্ছে এমন খবর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে গুলশান থানা পুলিশের কাছে আসে। টহল পুলিশ ওই রাতে ওই ক্লাবে গিয়ে জানতে পারে পরীমনির সাথে ক্লাব কর্তৃপক্ষের হাঙ্গামা হয়। ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।”
কেউ থানায় কোনো অভিযোগ না করায় পুলিশ এই বিষয়ে আর কোনো কাজ করেনি।
অল কমিউনিটি ক্লাবের সভাপতি কে এম আলমগীর ইকবাল বলেন, “তিনি ১৫টি গ্লাস, ৯টি অ্যাসট্রে ছুড়ে ভেঙেছেন।”
এরপর ক্লাব কর্তৃপক্ষ পুলিশি সহায়তার জন্য ‘ট্রিপল নাইনে’ ফোন করে উল্লেখ করে তিনি বলেন, “পুলিশ এলে দেখেন, তারাই ক্ষিপ্ত হয়ে ভাঙচুর করেছেন। পুলিশ এলে তারা শান্ত হয়ে চলে যান।”
এই ঘটনায় কোনো জিডি করা হয়নি এবং করার পরিকল্পনাও নেই বলে যোগ করেন তিনি।
ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের জনপ্রিয় নায়িকা পরীমনি গত ৮ জুন ঢাকা বোট ক্লাবে গিয়ে ‘নির্যাতনের’ শিকার হয়েছেন বলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে অভিযোগ করেন।
আবাসন খাতের ব্যবসায়ী ও বোট ক্লাবের এই প্রতিষ্ঠাতা সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ আনেন পরীমনি।
ঘটনার চারদিন পর শনিবার রাতে প্রথমে ফেসবুকে এবং পরে বনানীতে নিজের বাসায় সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি।
ঘটনার রাতে তিনি বনানী থানায় গিয়েও পুলিশের সহায়তা পাননি বলে অভিযোগ করেছিলেন।
এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে পরীমনি সাভার থানায় গত সোমবার নাসির ও তুহিন সিদ্দিকী অমিসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ওই দিনই আসামীদের রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
মামলার এজাহারে এই চিত্রনায়িকা অভিযোগ করেন, পূর্ব পরিচিত অমি ৮ জুন রাতে তাকে ‘পরিকল্পিতভাবে’ বর্তমান বাসা থেকে বোট ক্লাবে নিয়ে যান এবং সেখানে নাসির তাকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন।
তিনি জানান, ওই রাতে সঙ্গীয়দের সহায়তায় ধর্ষকের হাত থেকে প্রায় অচেতন অবস্থায় রক্ষা পান।
পরীমনি অভিযোগের সময় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করলেও আসামিদের গ্রেপ্তারের পর এই বাহিনীকে প্রশংসা করে বলেছেন, “পুলিশ বন্ধুসুলভ আচরণ করেছে।”