গায়ে আগুন দিয়ে রাশিয়ান সাংবাদিকের আত্মাহুতি

| রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১১:০৫ পূর্বাহ্ণ

রাশিয়ার পুতিন সরকারের হয়রানির শিকার এক সাংবাদিক নিজের শরীরে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন। শুক্রবার দেশটির নিজনি নভগোরড শহরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তরের সামনে গায়ে আগুন ধরিয়ে দেন সাংবাদিক ইরিনা স্লাবিনা। এ সময় এক ব্যক্তি নিজের কোট দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন ইরিনা। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। পরবর্তীতে মারাত্মক দগ্ধ অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি ‘খোজা প্রেস’ নামে একটি স্থানীয় পত্রিকার ‘এডিটর ইন চিফ’ ছিলেন। পত্রিকাটির মূলনীতি ছিল ‘নো সেন্সরশিপ, নো অর্ডার ফর্ম অ্যাবাভ’(উপর থেকে কারো নির্দেশ নয়)।
মৃত্যুর আগে নিজের ফেসবুক পেইজে করা এক পোস্টে তার এই অস্বাভাবিক মৃত্যুর জন্য তিনি ‘রাশিয়ান ফেডারেশন’কে দায়ী করেছেন। মৃত্যুর একদিন আগেও ইরিনা ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, ‘আমার বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে। তারা আমার ল্যাপটক, নোটবুক এবং আমার মেয়ে ও স্বামীর মোবাইল ফোনসহ ল্যাপটপ নিয়ে গেছে।’ তিনি আরো লিখেন, ‘পুলিশ মূলত আমার বাসায় লিফলেট, ভাউচার এবং ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র খুজঁছিল।’ রাশিয়ার তদন্ত কমিটি আত্মহত্যার ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তাদের দাবি, ‘পুলিশি তল্লাশির সঙ্গে তার মৃত্যুর কোনো যোগসূত্র নেই।’ এদিকে পুতিন সরকারের বিরোধীরা বলছে, ‘স্লাবিনা বিভিন্ন বিষয়ে সরকারের চাপে ছিল। তার সরকারবিরোধী কর্মকাণ্ডের জন্য বিগত কয়েক বছর ধরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে নানাভাবে হেনস্তা করে আসছিল।’

পূর্ববর্তী নিবন্ধস্বাদ-গন্ধ চলে যাওয়া জ্বর বা কাশির চেয়েও স্পষ্ট লক্ষণ
পরবর্তী নিবন্ধভারতে মৃত্যু ছাড়াল এক লাখ