গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ২ শিশু

বোয়ালখালী ও সীতাকুণ্ড

আজাদী ডেস্ক | বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৬:৪৪ পূর্বাহ্ণ

বোয়ালখালী ও সীতাকুণ্ড উপজেলায় গাড়ির ধাক্কায় ২ শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালখালী : প্রতিনিধি জানান, উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় প্রান্তিকা সর্দার () নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১০টার দিকে কানুনগোপাড়া এলাকার উত্তর সর্দারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত প্রান্তিকা ওই এলাকার বাসিন্দা গণেশ সর্দারের মেয়ে। সে স্থানীয় মুক্তাকেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। চার সন্তানের মধ্যে প্রান্তিকা ছিল সবার বড়। তার তিন বোন ও এক ভাই রয়েছে।

প্রান্তিকার মা পান্না সর্দার বলেন, বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল প্রান্তিকা। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস (হাইস) তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের চিকিৎসক ডা. রাবেয়া খাতুন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে প্রান্তিকাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত গাড়ি ও চালককে আটক করা হবে।

সীতাকুণ্ড : প্রতিনিধি জানান, উপজেলার বার আউলিয়া এলাকায় গাড়ি চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ১২ বছর বয়সী ওই শিশু ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া জেএম ফিলিং স্টেশন এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারাত্মকভাবে আহত হয়।

পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর পরিচয় এখনও পাওয়া যায়নি।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জসিম জানান, শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শিশুর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআটক রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মামলা, ৫২ জন কারাগারে
পরবর্তী নিবন্ধজবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে : খসরু