গার্মেন্টসে ভয়াবহ আগুন পুড়ে গেছে কিছু অংশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

ভয়াবহ অগ্নিকাণ্ডে নগরের বায়েজিদ থানার টেক্সটাইল গেট এলাকায় একটি গার্মেন্টসের কিছু অংশ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড নামে ওই গার্মেন্টসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ তদন্তে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তারা।
যখন আগুনের সূত্রপাত হয় তখন কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিল না সেখানে। তাই কেউ হতাহত হয়নি বলে মনে করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ আজাদীকে বলেন, গার্মেন্টসটির ছয়তলা ভবনের চতুর্থতলায় আগুন লাগে। সেটা ছিল অফিস কক্ষ। সেখানে ইন্টেরিয়র ডিজাইন, ল্যাপটপ, কম্পিউটার এবং দরকারি কাগজপত্র ছিল। সেগুলো পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
তিনি বলেন, আগ্রাবাদ ও বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি ইউনিটের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সাড়ে ৯টা আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ১০টায় সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, কেউ হতাহত হননি।

পূর্ববর্তী নিবন্ধট্রাকের ধাক্কায় ১৫ ফুট দূরে বাইক, চাকায় পিষ্ট তরুণ
পরবর্তী নিবন্ধজেলা জজসহ কয়েকজন বিচারক করোনা আক্রান্ত