গাজার অগ্নি উৎসব

মাহবুবা চৌধুরী | মঙ্গলবার , ১০ অক্টোবর, ২০২৩ at ১০:০৯ পূর্বাহ্ণ

সবগুলো বুক পেতে রাখ নলের মুখে

জ্বলবে যদি আগুন তবে জ্বালুক সবে

গাজার ঘরে মানুষ কি আর পশু সবে

ধর্ম এসে দাঁড়ায় যখন লোভের চোখে।

জেগে আছি, হতাশাকে বুকে ধরে

বজ্র এসে ভাঙবে কখন স্নায়ুর জটা

স্বৈরাচারীর রাতের খড়গ চতুষ্পার্শ্বে

গাজার আগুন নিভবে কবে, কোন সে স্বরে।

মানবতা ঘুমায় নীরব আচ্ছন্নতায়

শক্তি যখন জোট বেঁধেছে ধ্বস্ত মগজ

মৃত্যু এসে ডঙ্কা পেটায় ঘরে ঘরে

বোতাম খুলে অগ্নি নাচে পরম্পরায়।

মন্ত্রবলে আসবে কি সেই রুদ্র যুবক

নৃশংসতা গুজবে গাজায় জাগবে মানুষ,

মানবতার কব্জা কপাট খুলবে যে জন

সেজন হবে ফিলিস্তিনের নতুন নায়ক।

পূর্ববর্তী নিবন্ধগ্রামে গ্রামে গড়ে উঠুক পাবলিক লাইব্রেরি
পরবর্তী নিবন্ধনয়নের ভাষা