গ্রামে গ্রামে গড়ে উঠুক পাবলিক লাইব্রেরি

ছাইফুল হুদা ছিদ্দিকী | মঙ্গলবার , ১০ অক্টোবর, ২০২৩ at ১০:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ছয়দিনব্যাপী ‘শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব’ আগামি ১৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। সাধুবাদ জানাই বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির এই আয়োজনকে। বই মেলার সাথে সাথে গ্রামে গ্রামে গড়ে উঠুক উন্মুক্ত পাবলিক লাইব্রেরি। বর্তমান সরকার যেভাবে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করছেন। তেমনই সব ধরনের বই হয়ে উঠুক পাঠকের জন্য সহজলভ্য। এই বিষয়ে বিত্তবানদের এবং সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ এর প্রতিটি গ্রামে গ্রামে গড়ে তুলুন পাবলিক লাইব্রেরি। আমরা চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘চুনতি পাবলিক লাইব্রেরি’ গড়ে তুলেছি আজ থেকে পাচঁ বছর আগে। সার্বিক সহযোগিতায় ছিলো রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ডিস্ট্রিক্ট গ্রান্ড তহবিল (রোটারি বর্ষ ২০১৭২০১৮) । বইমেলা লেখক প্রকাশক আর পাঠকের সেতুবন্ধন দৃঢ় করে। এ শুধু একটি মেলা নয়, আগামি স্মার্ট প্রজন্ম গড়ার চাবিকাটি। বই শিশু, কিশোর ও তরুণদের কল্পনাশক্তি গঠন করতে ভূমিকা রাখে। এ কারণে সন্তানদের অল্প বয়সেই বেশি করে নানান লেখকের বই পড়তে দেওয়া উচিত। বই পড়লে মানুষের কল্পনাশক্তি বৃদ্ধি পায়। বই মস্তিষ্কের বিকাশে ভূমিকা রাখে। আমাদের আগামী প্রজন্মকে আরও বেশি বেশি জানতে হবে। যাতে তারা হতে পারে উদ্ভাবনী শক্তির অধিকারী। নতুন উদ্ভাবনের মাধ্যমে সে অন্যকে দেখাতে পারে পথ। গড়তে পারে নিরাপদ আলোকিত আধুনিক স্মার্ট বাংলাদেশ। বই আমাদের প্রাণের বন্ধু। বই নানান লেখকের বিচিত্র ভাবনার মুদ্রিত আয়না। অতীত ও বর্তমান এর নানান বৈচিত্র্যময় ঘটনা। নানান ভাবধারার চিন্তা ভাবনা। আগামিদিন দিন নিয়ে কল্পনার আলোকপাত থাকে বইতে। নতুন ধানের ঘ্রাণ যেন মোহিত করে সবাইকে। তেমনই পাঠকমন মোহিত করার জন্য এই বই মেলায় আসছে প্রতিষ্ঠিত স্বনামধন্য লেখকের নতুন নতুন বই। আসুন সবাই এই বই মেলায় উপস্থিত থাকি, বই কিনি, বই পড়ি আর বই উপহার দিই।

পূর্ববর্তী নিবন্ধপাকা সড়ক চাই
পরবর্তী নিবন্ধগাজার অগ্নি উৎসব