চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর উপর হামলার প্রতিবাদে চন্দনাইশের গাছবাড়িয়া রেজিস্ট্রেশন পরিবার কর্মবিরতি পালন ও প্রতিবাদ সমাবেশ করে। গত বুধবার দুপুরে উপজেলার গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন সাব-রেজিস্ট্রার শর্মি পালিত, দলিল লেখক সমিতির সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, অফিস সহকারী দেবাশীষ বড়ুয়া, ফখরুল ইসলাম, রবিউল হোসেন, জাবেদ হোসেন, টিপু সুলতান, তসলিম উদ্দিন, জাহেদ চৌধুরী, নাজমুল হুদা, নেয়াজুর রহমান, বসন্ত বড়ুয়া, রাজন বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন, আমরা সরকারি দায়িত্ব পালনকালে আঘাতপ্রাপ্ত হব, লাঞ্চিত হব তা কোনভাবে মেনে নেয়া যায় না। আমরা প্রথম শ্রেণির কর্মকর্তা, আমরা সাধারণ মানুষের সেবা করি।
আমরা দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান। আগামীতে এই ধরণের এখতিয়ার বহির্ভুত হস্তক্ষেপ ও কর্মকান্ড কোনভাবেই মেনে নেয়া হবে না। এ ধরনের ন্যাক্কারজনক হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। প্রতিবাদ সমাবেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন বক্তারা।










