নগরীর দিদার মার্কেটস্থ গাউসিয়া কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ও আহবায়ক কমিটির যৌথসভা গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। এসময় সংগঠনের চেয়ারম্যান কেন্দ্রীয় ও আহবায়ক কমিটির কার্যক্রম পরিচালনার বিষয়ে হুজুর কেবলা আল্লামা সাবির শাহ (ম.জি.আ.) প্রেরিত চিঠির (নির্দেশনা) প্রেক্ষিতে আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন কর্তৃক প্রেরিত সাংগঠনিক চিঠি হস্তান্তর করেন কেন্দ্রীয় ও আহবায়ক কমিটির নেতৃবৃন্দের কাছে। চিঠিতে হুজুর কেবলা গাউসিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদের কার্যক্রম জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেন। চিঠিতে চট্টগ্রাম মহানগরের কার্যক্রম কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক স্থগিত রাখার কথাও উল্লেখ করা হয়। একই সাথে কেন্দ্রীয় পরিষদ গঠিত আহবায়ক কমিটি চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার কার্যক্রম পরিচালনার উপর জোর তাগিদ দেন।
গাউসিয়া কমিটি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহি সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উত্তর ও দক্ষিণ জেলার কার্যক্রম নিয়ে বিস্তর আলোচনা ও সিদ্ধান্ত হয়। যৌথ সভায় আলোচনায় অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ, অর্থ সম্পাদক কমরুদ্দিন সবুর, আহবায়ক কমিটির আহবায়ক আবদুল হাই মাসুম, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম আনসারী, অধ্যাপক জসিম উদ্দিন, সদস্য সচিব আশেকে রসুল খান বাবু, যুগ্ম সচিব অধ্যক্ষ আবু তালেব বেলাল, সদস্য মহবুব ছফা, নুর মোহাম্মদ, আবদুস সাত্তার ও নুরুল ইসলাম ম্যানাজার প্রমূখ।