চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল সন্দেহে আরো এক যুবককে আটক করা হয়েছে। আটক নাজিম উদ্দিনের (৩০) বাড়ি রাঙ্গুনিয়ায়। গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতালের গাইনী (৩৩নং) ওয়ার্ড থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার কামরুজ্জামান।
ওয়ার্ড মাস্টার জানান, নাজিম বেশ কয়টি ফার্মেসির হয়ে কাজ করেন। রোগীর লোকজনকে ধরে নিয়ে নির্দিষ্ট ফার্মেসি গুলোর যে কোন একটিতে নিয়ে যেতেন। বিনিময়ে ফার্মেসির কাছ থেকে কমিশন পেতেন।
আটকের পরপর তাকে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে সোর্পদ করা হয়েছে বলেও জানান ওয়ার্ড মাস্টার কামরুজ্জামান। উল্লেখ্য, সমপ্রতি গাইনী ওয়ার্ড থেকে আরো বেশ কয়জন দালাল আটক করে পুলিশে সোর্পদ করে হাসপাতাল প্রশাসন।