গহিরায় হেলে পড়া চারতলা ভবনটি ভেঙে ফেলতে পৌরসভার নোটিশ

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৪:৪২ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার গহিরা মাইজপাড়ায় হেলে পড়া একটি চারতলা ভবন থেকে ভাড়াটিয়াদের দ্রুত বের করে দিয়ে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ জারি করে নোটিশ দিয়েছে রাউজান পৌরসভা। গতকাল সোমবার এই নোটিশ দেয়া হয়েছে মালিক পক্ষকে। পৌরসভার প্রকৌশলী ওয়াসিম আকরাম বলেন, বিষয়টি চিঠির মাধ্যমে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজ্যাই মারমাকে অবহিত করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটায় ভবনটি হেলে পড়ার বিষয়টি পৌর মেয়র জানেন স্থানীয় কাউন্সিলর কাজী ইকবালের কাছ থেকে। সংবাদ পেয়ে তিনি রাতেই সেখানে গিয়ে হেলে পড়া ভবনটি প্রকৌশলীকে সাথে নিয়ে দেখে আসেন। কাউন্সিলর কাজী ইকবাল বলেন, ওই

ভবনের মালিক হাটহাজারীর বাসিন্দা মুবিন ও মাসুম নামের দুই ভাই। তারা ২০০৬ সালে একতলা করে ভবনটি নির্মাণ করেছিলেন। ফাইলিং ছাড়া নির্মিত ভবনটিতে ব্যবহার করা হয়েছিল চার সুতা রড। পরবর্তীতে এটি চারতলা ভবনে পরিণত করা হয়।

ভবনের মালিক মোহাম্মদ মাসুম বলেন, পৌরসভা থেকে নকশা অনুমোদন করে ভবনটি নির্মাণ করা হয়েছিল। তবে অনুমোদনের কাগজপত্র কোথায় আছে খুঁজে দেখতে হবে। ভবনটিতে বর্তমানে ১৪টি পরিবার রয়েছে বলে তিনি জানান। পৌরসভার পক্ষ থেকে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ভবনটি ভেঙে ফেলার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কিনা চুয়েট অথবা বুয়েট এর প্রকৌশলীদের মতামত নিতে তিনি পৌর মেয়র জমির উদ্দিন পারভেজকে অনুরোধ করেছেন। প্রকৌশলীদের মতামতে ঝুঁকিপূর্ণ হলে অবশ্যই ভেঙে ফেলা হবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধক্যান্সারের ‘গুজব’ না ছড়ানোর অনুরোধ সাবিনা ইয়াসমীনের
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার