গণহত্যা দিবসে বিজয়-৭১ এর আলোচনা সভা

| শুক্রবার , ২৬ মার্চ, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

বিজয়-৭১ ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বিকাল ৫টায় আন্দরকিল্লাস্থ সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু চত্বরে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসটি পালিত হয়। বিজয় ৭১ এর সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি নাট্যজন সজল চৌধুরীর সভাপতিত্বে এতে মূখ্য আলোচক ছিলেন কবি আশীষ কুমার সেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের মহাসচিব লায়ন ডা. আর কে রুবেল, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সংগঠনের মহিলা সম্পাদিকা শিল্পী বসাক, অধ্যাপক উত্তম কুমার আচার্য্য, ডা. মনির আজাদ, ডা. এস কে পাল সুজন, জাহাঙ্গীর আলম রানা, আনিসুর রহমান ফরহাদ, উত্তম কুমার দে, মো. শফিকুল ইসলাম, মো. জুবাইর, মোশারফ হোসেন সরকার প্রমুখ। সভায় বক্তারা বলেন, এই হত্যাযজ্ঞে গোটা বাংলাদেশসহ গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। ২৫ মার্চের ভয়াল কালরাত্রির দুঃসহ ঘটনা আমাদের সবাইকে জানাতে হবে, ছড়িয়ে দিতে হবে। আমাদের চাওয়া থাকবে আমাদের জাতীয় গণহত্যা দিবসকে যেনো আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়
পরবর্তী নিবন্ধপাহাড়তলী বধ্যভূমিতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন