গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

বিআরটিএর অভিযানে ৩৬ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৫:২০ পূর্বাহ্ণ

সরকারি নির্দেশনা সত্ত্বেও গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে প্রতিনিয়ত। তারপরও স্বাস্থ্যবিধি মানাতে তৎপর রয়েছে বিআরটিএ। গতকাল রোববার অভিযান চালিয়ে ৩৫ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএর তিন ভ্রাম্যমাণ আদালত। তদ্মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমানের আদালত অভিযানে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে ৭ মামলায় ৭ হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি না মানায় ১১ মামলায় ৫ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান দৈনিক আজাদীকে বলেন, লোকজন মাস্ক না পরে গাড়িতে উঠেন। আমরা অভিযানে এ ধরনের অনেক যাত্রীকে নামিয়ে দেই। পরে তারা মাস্ক সংগ্রহ করে গাড়িতে উঠেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, সিট ভর্তি করেও দাঁড়িয়ে যাত্রী নেয়া হচ্ছে। এ ব্যাপারে চালক-হেলপাররা ওল্টো অভিযোগ করে বলেন, মালিকপক্ষ বেশি জমা নেয়। বিষয়টির সুরাহা হতে হবে। তিনি বলেন, গাড়ি ভাড়া বাবদ প্রতিদিনের জমা বেশি নেয়ার যে অভিযোগ সেটির জন্য বিআরটিএর উপ-পরিচালকের সঙ্গে আলাপ করে বাসের মালিক ও চালক উভয় পক্ষের নেতাদের সাথে আমরা বৈঠক করব। তাহলে বিষয়টি সম্পর্কে ভবিষ্যতে পদক্ষেপ নিতে সুবিধা হবে।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদে কে বেকারির শোরুম উদ্বোধন
পরবর্তী নিবন্ধশিক্ষার সাথে সংস্কৃতি ও ক্রীড়ার সমন্বয় সমাজকে আলোকিত করে