গণতন্ত্র রক্ষার্থে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে

শহীদ নুর হোসেন দিবসের সভায় বক্তারা

| শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাক’ বুকে-পিঠে লিখে জীবন্ত স্লোগান ধারণকারী এবং গণতন্ত্রের অগ্রসেনানী শহীদ নুর হোসেনের ৩৫তম শাহাদাতবার্ষিকীর স্মরণসভায় বক্তারা বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শহীদ নুর হোসেন জীবন উৎসর্গ করে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধশালী দেশ প্রতিষ্ঠার পথকে সুগম করেছেন। বক্তারা আরো বলেন, দেশের গণতন্ত্র চর্চা অব্যাহত থাকলে আগুন সন্ত্রাসী, ধর্মের মুখোশধারী মৌলবাদ ও জঙ্গিগোষ্ঠীর বিভিন্ন অপকর্ম নস্যাৎ হবে। শহীদ নুর হোসেন স্মরণ সভা কমিটি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার যৌথ আয়োজনে স্মরণসভায় বক্তারা একথা বলেন। মুক্তিযোদ্ধা ফজল আহমেদের সভাপতিত্বে ও সৈয়দ দিদার আশারাফীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জাসদ উত্তর জেলার সভাপতি ভানুরঞ্জন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক নেতা মো. আনোয়ার পাশা, আলী নেওয়াজ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবের আহমেদ চৌধুরী, সুমন দেবনাথ, অধ্যক্ষ নজরুল ইসলাম, শাহাব উদ্দিন চৌধুরী জাহেদ, শেখ আমেনা খাতুন পুতুল। স্বাগত বক্তব্য রাখেন প্রণবরাজ বড়ুয়া। বক্তব্য রাখেন সবিতা রানী বিশ্বাস, রিমন মুহুরী, মোফাজ্জল হায়দার মাস্টার, রোজী চৌধুরী, সাবিহা সুলতানা রক্সি, মনোয়ারা বেগম পান্না প্রমুখ।
মুক্তিযুদ্ধের প্রজন্ম – বৃহত্তর চট্টগ্রাম : শহীদ নূর হোসেন দিবস পালন উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম – বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট সাইফুন নাহার খুশীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে আলোচনায় অংশ নেন আবদুল মালেক খান, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া,ডা.ফজলুল হক সিদ্দিকী, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, মো.কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, রাজীব চন্দ, দীপন দাশ, ইমরান মুন্না, সোহেল ইকবাল,আবদুর রহীম,ভাষ্কর দেব,এস.এম রাফি, প্রদীপ দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, শহীদ নুর হোসেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আত্মবলিদানের অনন্য উদাহরণ সৃষ্টি করে বাঙালি মানসপটে চিরভাস্বর হয়ে থাকবেন। নূর হোসেনের আত্মত্যাগ পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধহালদায় ৭ হাজার মিটার জাল জব্দ