খোকন, মানুষ তুমি হবে

সোহেল বীর | বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

মনটা আমার ইচ্ছেমতো ঘোরে
ঘুড়ির মতো দূর আকাশে ওড়ে।
ফড়িংরাজা আমার খেলার সাথি
ইচ্ছে হলেই দস্যিপনায় মাতি।

বিকেল হলেই যাই হারিয়ে মাঠে
সন্ধ্যে হলে মন বসে না পাঠে।
মনটা সে তো নেই যে আমার হাতে
চাঁদের কাছে যায় ছুটে যায় রাতে।

রাত্রি হলেই জোনাক পোকার মতো
জ্বাললে আলো কেমন মজা হতো!
কিন্তু কিছুই হয় না মনের মতো
মায়ের কড়া শাসন অবিরত-

মন দিয়ে রোজ পড়াশোনা করো
বড় বড় বইগুলো সব পড়ো।
পড়লে খোকন মানুষ তুমি হবে
মরেও তুমি অমর হয়ে রবে।

পূর্ববর্তী নিবন্ধমাথা খাওয়া
পরবর্তী নিবন্ধটুঙ্গিপাড়ার সেই ছেলেটি