২০০ বছরের পুরনো খেলার মাঠে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে গত ২৩ শে (শুক্রবার) সকাল ১০টাায় কোতোয়ালী মোড়ে এক মানববন্ধন সাবেক খেলোয়াড় আমিনুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক খেলোয়াড় ইসমাইল বালি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজ সেবক আলহাজ্ব জাকির হোসেন, হামিদ হোসেন, মোহাম্মদ সাদেকুর রহমান রিপন, সাবেক খেলোয়াড় মোহাম্মদ নাছির, আবিদ হোসেন, মুনসুরুজ্জামান, হামিদুর রহমান, মোহাম্মদ সাঈফ, মোহাম্মদ রাইহান, মোহাম্মদ ফারদীন, মোহাম্মদ হাসনাত প্রমুখ।
এতে বক্তারা ২০০ বছরের পুরোনো সেন্ট প্লাসিড স্কুল মাঠ (গীর্জার মাঠ) কে খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।