খেলাপি মামলায় মোস্তফা গ্রুপের ৬ পরিচালকের বিরুদ্ধে আটকাদেশ

গ্রেপ্তারি পরোয়ানাও জারি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

রুপালী ব্যাংকের ৬৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় মোস্তফা গ্রুপের ৬ পরিচালককে ৫ মাসের দেওয়ানী আটকাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। ৬ পরিচালক হলেন, হেফাজতুর রহমান, জহির উদ্দিন, মোহাম্মদ শফিক উদ্দিন, মোহাম্মদ কফিল উদ্দিন, রফিক উদ্দিন ও কামাল উদ্দিন। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত আদেশটি দিয়েছেন। আদালত সূত্র জানায়, খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে ২০১৩ সালে রুপালী ব্যাংক লালদীঘি শাখা মোস্তফা গ্রুপের পরিচালকদের বিরুদ্ধে প্রথমে অর্থঋণ মামলাটি দায়ের করে। মামলায় ২০২১ সালে ডিক্রি হয়। ডিক্রি অনুযায়ী টাকা পরিশোধের কথা থাকলেও তা হয়নি। এরই ধারাবাহিকতায় ব্যাংকের পক্ষ থেকে ঋণ আদায়ের লক্ষ্যে অর্থ জারি মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবহিষ্কৃত ৬ জন হল ছাড়লেন তিন দিন পর
পরবর্তী নিবন্ধএশিয়া কাপে আরচারিতে স্বর্ণ জয় বাংলাদেশের