লামায় খেলাচ্ছলে গলায় ওড়না পেঁচিয়ে স্বর্ণা আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের বলিয়াচর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্বর্ণা আক্তার বলিয়ারচর গ্রামের গোনার আগা পাড়ার বাসিন্দা আবুল কাশেমের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকাল আনুমানিক ৩টার দিকে স্বর্ণা আক্তারসহ কয়েকজন শিশু বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় অসাবধানতা বশত স্বর্ণার গলায় ওড়না পেঁচিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। খেলার সঙ্গী অপর শিশুদের চিৎকারে আত্মীয়-স্বজন এগিয়ে এসে গলার ওড়না খুললেও ততক্ষণে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, ঘটনার পরপর নিহত শিশুর পরিবারের লোকজন বিষয়টি আমাকে জানায়। ঘটনার ব্যাপারে লামা থানাকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।