চন্দনাইশ খানদীঘি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও শিক্ষক বিকাশ চন্দ্র দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মো. শাখাওয়াত হোসেন শিবলী।
তিনি বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে না পারলে সুশিক্ষিত বলা যাবে না। যে শিক্ষার সাথে নৈতিকতা ও মানবিকতার সংমিশ্রন থাকবেনা সে শিক্ষা পূর্ণতা পায়না। সরকার শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এই অর্জন সার্থক করতে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদ সদস্য মো. জাহাঙ্গীর আলম, অভিভাবক সদস্য মো. নাজিম উদ্দিন, সেলিনা আকতার, মো.সেলিম উদ্দিন, মো. ফরিদুল আলম, জমির উদ্দিন সোহেল, সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ, সুনিল কান্তি দাশ, সুজিত মিত্র, কামাল উদ্দিন, অশোক নাথ, রাজিব কান্তি পাল, মো. ইয়াছিন মিয়া,আনু বড়ুয়া,রূপন কুমার সুশীল, জান্নাতুন নাঈম, শাহীন আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।