ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতির আশ্রয় নিয়ে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সার্ভেয়ার উদয়ন চাকমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় রাঙামাটি দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯ ও ১৯৪৭সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এই মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ–পরিচালক মো. জাহিদ কালাম। উদয়ন চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ছোটনালা এলাকার মৃত তটিন চন্দ্র চাকমার ছেলে।
দুদকের এজাহারে সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে সার্ভেয়ার হিসেবে কর্মরত থাকাকালীন উদয়ন চাকমা ২০১৯ সালে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের জন্য ২৫ শতক ভূমি অধিগ্রহণ করেন। এসময় উদয়ন ক্ষমতার অপব্যবহার করে জমির মালিক খাগড়াছড়ি বাজার এলাকার মৃত প্রেম হরি চৌধুরীর ছেলে সুভাষ চৌধুরীর সাথে পরষ্পর যোগসাজশে জমির মূল্য প্রতি শতক ২ লাখ ১৮ হাজার ৮শ ৯৫ টাকার পরিবর্তে ৪ লাখ ২০ হাজার ৬শ ৮৯ টাকা নির্ধারণ করে প্রতি শতকে ২ লাখ ১৭ হাজার ৯৪ টাকা বেশি হিসাবে সরকারের ১ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ৫শ ৯৮ টাকা আত্মসাৎ করেন।
দুদকের উপ–পরিচালক মো. জাহিদ কালাম বলেন, ‘দণ্ডবিধির ৪০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছেন উদয়ন চাকমা। শীঘ্রই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।’