খাগড়াছড়িতে যুবলীগ নেতাকে অপহরণের প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমন হোসেনকে অপহরণের প্রতিবাধে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষিপ্ত জনতা।
সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বিভিন্নস্থানে টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ করে রাখা হয়। পরে আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মহামুনি বাজারে সমাবেশে মিলিত হয়।
মানিকছড়ি থানার ওসি মো.শাহনুর আলম জানান, অপহৃত ইমনের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অপহরণের শিকার ইমনের মোবাইল প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান জানার চেষ্টা করছি। তবে কারা এই ঘটনার সাথে জড়িত তা এখনই বলতে পারছি না।
বিক্ষোভ সমাবেশে যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামুর সঞ্চালনায় বক্তব্য দেন, সাবেক ভাইস চেয়ারম্যান এম এ কাদের, আ’লীগের সহসভাপতি এসএম রবিউল ফারুক, জেলা আ’লীগের যুগ্মসম্পাদক এম এ জব্বার, সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ রাজ্জাক, মো. মাঈন উদ্দীন ও মো. জয়নাল আবেদীন। সমাবেশ থেকে আজকের মধ্যে অপহৃত ইমনকে অক্ষত উদ্ধারের দাবি জানান তারা। এসময়ের মধ্যে মুক্তি না পেলে আগামীকাল সকাল থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়ক অবরোধের ঘোষণা দেন বিক্ষুদ্ধ জনতা।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়োজন বুঝে সিদ্ধান্ত এখনই শঙ্কা করছি না : শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধদেশে এক দিনে শনাক্ত বেড়ে ছাড়াল সাড়ে ছয়শ