দেশে এক দিনে শনাক্ত বেড়ে ছাড়াল সাড়ে ছয়শ

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

দেশে ফের সংক্রমণ বৃদ্ধির ধারায় দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা সাড়ে ছয়শ ছাড়িয়ে গেছে, নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার আবার ৩ শতাংশ ছাড়িয়েছে তিন মাস পর। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৭৪ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে চার জনের। খবর বিডিনিউজের।
এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ গত ৬ অক্টোবর, সেদিন ৭০৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। রোববার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২ দশমিক ৯১ শতাংশ; গতকাল তা বেড়ে ৩ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। এর বেশি শনাক্তের হার সর্বশেষ ছিল গত ২ অক্টোবর; সেদিন প্রতি ১০০ পরীক্ষায় ৩ দশমিক ৪১ জনের কোভিড পজিটিভ এসেছিল। এরপর এত দিন ধরে শনাক্তের হার তিন শতাংশের নিচেই ছিল। এক সময় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার দুই শতাংশের নিচে নেমে গিয়েছিল। ডিসেম্বরের শেষ দিক থেকে আবার তা বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২১৪ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন। এছাড়া কেবল ঢাকা জেলাতেই ৫৬৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে গত এক দিনে, যা দিনের মোট শনাক্তের ৮৪ শতাংশের বেশি। দেশের ২৮ জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
গত একদিনে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা; একজন রাজশাহীর এবং একজন খুলনা বিভাগের। তাদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ। সবার বয়স ছিল ৬০ বছরের বেশি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৯ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে যুবলীগ নেতাকে অপহরণের প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ
পরবর্তী নিবন্ধকোভিডে ‘ঘরে ফেরা’ : ৬% সুদে ৫০০ কোটি টাকার তহবিল