রামগড় পৌর বিএনপির সভাপতি জসিমের উদ্দিনের বাড়ি ও সাধারণ সম্পাদক আলা উদ্দিনের বড়ভাইয়ের দোকান শাহিন লাইব্রেরি এবং পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূইয়া মিঠুর বাড়িতে সরকারিদলের বিরুদ্ধে হামলা ও লুঠপাটের অভিযোগ উঠেছে। জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইশতেয়াক আহম্মেদ নিপু প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনার জন্য আওয়ামী সন্ত্রাসীদের দায়ী করেছেন। তিনি জানান, এই ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যায় জেলা শহরের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে রামগড় থানা পুলিশ এই ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ প্রদান করেননি বলে জানিয়েছে। রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর এই ঘটনাকে সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া এবং তার ভাতিজা সাবেক উপজেলা চেয়ারম্যান ফরহাদ ভূঁইয়ার মধ্যে রামগড়ে দলীয় প্রভাব বিস্তারের অন্তকোন্দল ফলে অভিহিত করেছেন।