বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনের মামলায় সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা শুনানি শেষে এ আদেশ দেন। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জসিম উদ্দিন আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে রাষ্ট্রপক্ষে আমরা এর বিরোধিতা করি। একপর্যায়ে আদালত জামিন আবেদনটি নাকচ করে দিয়ে জসিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের ৭ ফেব্রুয়ারি সপ্তম ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় একটি কেন্দ্রের বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।