সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামারাস্থ (পাক্কা মসজিদ) আম্বিয়ার বাড়ী নিবাসী মরহুম ইব্রাহিম খলিল উল্লাহর প্রথম পুত্র, এলজিআরডি মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা একেএম খলিল উল্লাহ কাশেম (৭৪) গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদে এশা আম্বিয়ার বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সদস্য দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী ও সাংবাদিক এস এম ফোরকান আবু। প্রেস বিজ্ঞপ্তি।