ক্যাবল পরিবহনের আড়ালে ট্রাকে গাঁজা পাচার

সীতাকুণ্ডে ৩ মাদক ব্যবসায়ী আটক

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:৪৬ পূর্বাহ্ণ

কঠোর লকডাউনের মধ্যেও জরুরি পরিষেবার আওতায় হাই ভোল্টেজ ক্যাবল তার পরিবহনের আড়ালে ট্রাকে করে গাঁজা পাচারকালে ভাটিয়ারী এলাকায় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় ৩ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হল জঙ্গল ভাটিয়ারীর আলী আকবরের পুত্র মোহাম্মদ আলী হোসেন (২৮), কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের মৃত শহিদ মিয়ার পুত্র বেলাল (৩০) এবং সন্দ্বীপ থানার মুছাপুর ইউনিয়নের মফিজুর রহমানের পুত্র মোহাম্মদ জাহিদ (২০)। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার ভাটিয়ারী উত্তর বাজার এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে র‌্যাবের অভিযানে তারা আটক হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, র‌্যাব-৭ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক তিনজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশামসুজ্জামান খান: এক ত্রিকালদর্শী অগ্রগণ্য মানুষ
পরবর্তী নিবন্ধকর্মহীন শ্রমজীবীদের মাঝে স্বেচ্ছাসেবকলীগ নেতার খাবার বিতরণ