ক্যানভাস

সৈয়দা ডালিয়া | রবিবার , ৩০ মে, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

এ যেনো সুজন হরবোলা
নানা সুরে ডাকে
পাখির আহবান।

সমুদ্র থেকে মহাসমুদ্রে
মহাগমন!
ইস্রাফিলের শিঙ্গায়
ফুঁ দেয়ার আগেই রণভঙ্গ!

আমার ক্যানভাসে সাতরঙের
ছন্দে, সুরের মেলায়
রঙধনুর আহবান।

অনেক বৃষ্টির পরে
রঙধনুর দেখা মিলবে?
প্রতীক্ষার পালা শেষ হোক এবার!

পূর্ববর্তী নিবন্ধঅভিশপ্ত জীবন
পরবর্তী নিবন্ধমেঘের বুকে বৃষ্টি