কোয়ালিটি অনুর্ধ্ব-১৮ টি-২০ ক্রিকেটে চৌধুরী স্পোর্টিং ক্লাব জয়ী

| বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব-১৮ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের গতকালের ম্যাচে জয় পেয়েছে চৌধুরী স্পোর্টিং ক্লাব। কোয়ালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে চৌধুরী স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। চৌধুরী স্পোর্টিং ক্লাব ১৪১ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। বিজয়ী দলের নোমান ৪২ বলে ৬২ রান করার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফজলুল হক।

পূর্ববর্তী নিবন্ধমার্স্টাস টি-২০ ক্রিকেটের দুটি খেলা আজ
পরবর্তী নিবন্ধশেষ হলো কেএসআরএম ৬ষ্ঠ গলফ টুর্নামেন্ট