কোমর তাঁতবস্ত্রের কদর বাড়ছে

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

কদর বাড়ছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের তৈরি ঐতিহ্যবাহী কোমর তাঁত বস্ত্রের। রুচিশীল বৈচিত্র্যময় ডিজাইন, দেখতে সুন্দর, টেকসই, সুতি কাপড় পরতে আরামদায়ক হওয়ায় পোশাক তৈরির হিড়িক পড়েছে বান্দরবান জেলায়। পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরা পাহাড়ি নারীদের কোমর তাঁতে বুনে বিভিন্ন ধরনের কাপড় কিনে নিয়ে যান। পাহাড়ি নারীদের তৈরি রং বেরঙের কাপড়ে বিভিন্ন ধরনের কারুকাজ ফুটিয়ে তোলে পোশাকে।

 

 

কোমর তাঁতের কাপড় দিয়ে অনেকে তৈরি করছেন সালোয়ার কামিজ, পাঞ্জাবি, শার্ট, গায়ের শাল, বেডশিট, শোপিস, মেয়েদের ভ্যানিটি ব্যাগ, কুশনসহ হরেক রকমের পণ্য। এগুলো এখন পাহাড়িদের পাশাপাশি স্থানীয় বাঙালি এবং বেড়াতে ভ্রমণপিপাসু পর্যটকেরাও কিনেন। এমনকি পাহাড়ে ভ্রমণে আসা বিদেশি

পর্যটকরাও কিনে নেন তাঁতের পোশাক। পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের তৈরি এসব পোশাক বাঙালিসহ পর্যটকদের কাছে পরিচিত হচ্ছে উপজাতীয় পোশাক হিসেবে।

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীদের মধ্যে বম, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাকমা, মুরুং, খেয়াং, খুমী, লুসাই এবং মারমাসহ ১১টি ক্ষুদ্র নৃজনগোষ্ঠীর নারীরা তাঁতের পোশাক তৈরিতে পারদর্শী। পাহাড়ে চাষ করা তুলা থেকে সুতা তৈরি করে কোমর তাঁতে কাপড় বুনে পাহাড়ের নারীরা। তাঁতে বুনা কাপড়ে তৈরি করা হয় বিভিন্ন

ধরনের পোশাক। যা বর্তমানে প্রাধান্য পাচ্ছে দেশের তরুণতরুণীদের ফ্যাশনে। কোমর তাঁতে বুনা কাপড় বিক্রি করে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়ে উঠছেন পাহাড়ের নারীরা।

লাইমী পাড়ার বাসিন্দার প্রীতি বম বলেন, ছোট্ট বেলা থেকে মায়ের কাছে কোমর তাঁতে কাপড় বুনা শিখেছি। শুধু আমরা নয়, পাহাড়ের প্রতিটি নারীই কাপড় বুনতে পারদর্শী। সকলেই পরিবারের কাছ থেকেই শিখেছে কামর বুনার কাজ। কৃষি এবং ঘরের কাজের ফাঁকে অবসর সময়ে পাহাড়ের নারীরা কাপড় বুনে

পোশাক তৈরি করে। একটা সময় ছিল পাহাড়ের নারীরা শুধুমাত্র নিজেদের জন্য কাপড় বুনতেন। কিন্তু এখন সংসারে আয় বাড়াতে উপার্জনের জন্যও কাপড় বুনছেন। কাপড় বিক্রি করে স্বচ্ছলতা এসেছে পাড়ার অনেকে পরিবারের মাঝেও। অনেকের সংসার চলছে এখন তাঁতে বুনা কাপড় বিক্রি করে।

স্থানীয় ব্যবসায়ী অ্যালেঙ বম বলেন, পাহাড়ের নারীদের তৈরি করা কোমর তাঁতের কাপড় পাহাড়ি গ্রামগুলোতে থেকে সংগ্রহ করে কাপড়ের ব্যবসা করি। নীলাচল পর্যটন স্পটে আমাদের একটি কাপড়ের দোকানও রয়েছে। মূলত স্থানীয়ভাবে কোমর তাঁতের পোশাকে প্রধান ক্রেতা হচ্ছে পর্যটকেরা। কিন্তু নানা

কারণে পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায় বিক্রিও একদম কমে গেছে। তবে জেলার বাইরে ঢাকায় পাইকারী দামেও কাপড় সরবরাহের কাজ করি।

জেলা কুটির শিল্প সংস্থার মতে, বান্দরবান জেলায় প্রায় বিশ হাজারের বেশি পাহাড়ি নারী কোমর তাঁতে কাপড় তৈরির (বুনার) সঙ্গে যুক্ত রয়েছে। পাহাড়ি নারীরা কোমর তাঁতে তৈরি করছে : থামি (পরণের কাপড়), গামছা, কম্বল, রুমাল, গায়ের শাল, টুপি, উড়না, বিছনা চাদর’সহ বিভিন্ন রকমারী পোশাক।

পাহাড়ী নারীদের তৈরি একটি কম্বল বুনতে সময় লাগে এক থেকে তিন দিন। জেলায় প্রতিটি ঘরে ঘরে পাহাড়ি নারীরা কোমর তাঁতে কাপড় বুনলেও বান্দরবান জেলায় এখনো পর্যন্ত গড়ে উঠেনি কোন ধরনের বিসিক শিল্প কারখানা। শিল্প কারখানা গড়ে না উঠায় বান্দরবানের তাঁত শিল্প অর্থনৈতিক সম্মৃদ্ধি অর্জন

করতে পারছে না বলে মনে করছেন স্থানীয়রা। স্বল্প পুঁজিতে কোমর তাঁতে কাপড় বুনা সম্ভব বলে পাহাড়ি নারীরা কাজের ফাঁকে অবসর সময়ে কোমর তাঁতে কাপড় তৈরি করে সংসারে বাড়তি আয় বাড়াচ্ছে। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় কোমর তাঁত শিল্প পাহাড়ি নারীদের ভাগ্য বদলে দিতে পারে। পাহাড়ের তাঁতে

বুনা এসব কাপড় রপ্তানি হচ্ছে মায়ানমারভারতসহ বেশকিছু দেশেও। স্থায়ীভাবে বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান শৈলপ্রপাত, নীলাচল, চিম্বুক পর্যটন স্পটে পাহাড়ী নারীরা নিজ উদ্যোগে অস্থায়ী বাজার গড়ে তুলেছেন। এছাড়াও স্থানীয় পর্যটন মার্কেটগুলোতেও বিক্রি হচেছ তাঁতের পোশাক। বেড়াতে আসা পর্যটকেরা হচ্ছে এসব কাপড়ের দোকানের প্রধান ক্রেতা।

বান্দরবানের বালাঘাটা তাঁত বোর্ড বেসিক সেন্টারের কর্মকর্তা মিল্টন আলী বলেন, পাহাড়ের নব্বই শতাংশ নারীই কোমর তাঁতে কাপড় বুনতে পারে। কোমর তাঁতে পারদর্শী ৬১০ জন নারীকে দুই কোটি ৫২ লাখ টাকা ক্ষুদ্র ঋণ সহায়তা দেয়া হয়েছে। তবে জনবল সংকটে কোমর তাঁতে সম্পৃক্তদের সঠিকভাবে সরকারি সেবা দিতে সমস্যা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধউদ্ধার করা জমিতে শিশুপার্ক
পরবর্তী নিবন্ধতামাক শোধন চুল্লিতে পুড়ছে বনের কাঠ