কোভিড টিকার চতুর্থ ডোজ দেওয়ার এক সপ্তাহ পর ওই ডোজটি মানুষের শরীরে অ্যান্টিবডির পরিমাণ ৫ গুণ বাড়ায় বলে এক গবেষণার প্রাথমিক ফলাফলের বরাত দিয়ে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। খবর বিডিনিউজের।
চতুর্থ ডোজ দেওয়া শুরু হওয়ার পর এক সপ্তাহে, আমরা উচ্চ মাত্রার নিশ্চয়তাসহ জেনেছি যে চতুর্থ ডোজ শরীরের জন্য নিরাপদ,মঙ্গলবার ইসরায়েলের সেবা মেডিকেল সেন্টারে এক অনুষ্ঠানে বেনেট একথা বলেন। ইসরায়েলজুড়ে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণের উর্ধ্বগতির মধ্যে সেবা মেডিসেকল সেন্টার নিজেদের কর্মীদের মাঝে পরীক্ষামূলক দ্বিতীয় বুস্টার ডোজ দিচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
খবরের দ্বিতীয় অংশ হচ্ছে: আমরা জেনেছি যে চতুর্থ ডোজ দেওয়ার এক সপ্তাহ পর আমরা টিকা দেওয়া ব্যক্তির অ্যান্টিবডির সংখ্যা ৫ গুণ বাড়তে দেখেছি, সাংবাদিকদের বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
অ্যান্টিবডি বাড়ায় তা সংক্রমণ, হাসপাতালে ভর্তি ও গুরুতর লক্ষণের বিরুদ্ধে প্রতিরোধ বাড়াবে বলেও মনে করছেন বেনেট। কোভিড-১৯ টিকার প্রভাব নিয়ে গবেষণায় ইসরায়েল নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে, বছরখানেক আগেই তারা জনসংখ্যার বেশিরভাগ অংশকে টিকার দুই ডোজ দিয়ে দিয়েছে; বিশ্বের যে দেশগুলো সবার প্রথমে নাগরিকদের বুস্টার বা তৃতীয় ডোজ দিয়েছে ইসরায়েল তার মধ্যেও আছে। দেশটি এখন ষাটোর্ধ্ব, স্বাস্থ্যকর্মী ও রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এমন রোগীদের টিকার চতুর্থ ডোজ দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য বলছে, অন্যদের বুস্টার ডোজ পাওয়ার আগে বিশ্বজুড়ে আরও বেশি মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া উচিত।