নভেম্বরে স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন ৪৫ লাখ মার্কিনি

| বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ১১:১৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিচ্ছেন কর্মীরা। ২০২০ সালের নভেম্বরে রেকর্ড ৪৫ লাখ মার্কিন কর্মী তাদের চাকরি ছেড়ে দিয়েছেন। আগের মাস সেপ্টেম্বর থেকে যা ৩ শতাংশ বেশি। খবর বাংলানিউজের।
যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি চাকরি ছেড়েছেন আতিথেয়তা শিল্পের কর্মীরা। নভেম্বরে এই শিল্প থেকেই চাকরি ছেড়েছেন ৬.১ শতাংশ কর্মী। একই সঙ্গে স্বাস্থ্যসেবা, পরিবহন ও গুদামজাতকরণ খাতের কর্মীরাও উল্লেখযোগ্য হারে চাকরি ছাড়ছেন।
ইন্ডিড হায়ারিং ল্যাবের গবেষণা পরিচালক নিক বাঙ্কার সিএনএনকে বলেন, কর্মীরা আশঙ্কাজনহারে চাকরি ছেড়ে দিচ্ছেন। করোনা মহামারির মধ্যে নিম্ন-মজুরির খাতগুলোর ক্ষেত্রে এটা বেশি দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, ২০২১ সালে মজুরি বৃদ্ধি বেশি ছিল। ২০২২ সালে সেটা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
নতুন ও সম্ভাবনাময় কর্মস্থলের আশায় নিম্ন-মজুরির এসব চাকরি কর্মীরা ছেড়ে দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ৪ জানুয়ারি মার্কিন শ্রম বিভাগ জানায়, নভেম্বরে চাকরির পদ সৃষ্টি হয়েছে ১ কোটি ৬ লাখ। অক্টোবরে এই সংখ্যা ছিল ১১ কোটি ১ লাখ। আর নভেম্বরে ৬৭ লাখ কর্মীকে চাকরি দিয়েছেন নিয়োগকর্তারা। অক্টোবরে এই সংখ্যা ছিল ৬৫ লাখ।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪৩.৪৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধকোভিড টিকার চতুর্থ ডোজে ‘অ্যান্টিবডি বাড়ে ৫ গুণ’