কোপা আমেরিকায় তৃতীয় স্থান পেল কলম্বিয়া

| রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

কোপা আমেরিকার শিরোপা লড়াই থেকে আগেই ছিটকে যাওয়া কলম্বিয়া এবং পেরু গতকাল শনিবার লড়েছে তৃতীয় স্থানের জন্য। রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তের গোলে পেরুকে হারায় কলম্বিয়া। এদিন সকালের ম্যাচে লুইস দিয়াসের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয়লাভ করে কলম্বিয়া। প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় পেরু। ৪৫তম মিনিটে ক্রিস্তিয়ান কুইভার পাস থেকে প্রতিপক্ষের গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান ইওশিমার ইয়োতুন। ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ এক ফ্রি কিকে সমতা টানেন কলম্বিয়া অধিনায়ক জুয়ান কুয়াদ্রাদো। এর ১৭ মিনিট পর আসরে নিজের তৃতীয় গোলটি করে দলকে এগিয়ে নেন দিয়াস। নির্ধারিত সময় শেষের আট মিনিট আগে হেডে আবারও ম্যাচের মোড় পাল্টে দেন পেরুর জানলুকা লাপাদুলা। কিন্তু ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে দেননি দিয়াস। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাশলি বার্টির উইম্বলডন জয়
পরবর্তী নিবন্ধইংল্যান্ডের আসল পরীক্ষা নেবে ইতালির জর্জিনিয়ো-ভেরাত্তি