কোনো আলোচনা নয়, সরকারকে পদত্যাগ করতেই হবে : আব্বাস

| শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো দেন দরবার নয়, কোনো আলোচনা নয়। এই অবৈধ ও নিশিরাতের ভোটের সরকারকে পদত্যাগ করতেই হবে।

গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয়ে (ভাসানী মিলনায়তনে) মে দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের।

মির্জা আব্বাস বলেন, জনগণ আজ অতিষ্ঠ। এ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। সরকার দেশের বাকস্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছি। এদের যত তাড়াতাড়ি বিতাড়িত করা যাবে ততই দেশের মঙ্গল।

তিনি বলেন, এই সরকারের পতন আন্দোলনের জন্য দেশের সব দেশপ্রেমিক, রাজনৈতিক দল ও জনগণ এক হয়েছে।

এই অবৈধ সরকারের পতন না হলে দেশ আরও অনেক পিছিয়ে যাবে। এ সময় দলীয় নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির অন্যতম শীর্ষ এ নেতা।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতির যোগ্যতার প্রমাণ হবে কর্মে : কাদের
পরবর্তী নিবন্ধলোকমান হোসেন জুনু