কেলিশহরের সার্বিক উন্নয়ন ও নতুন উন্নয়ন পরিকল্পনার জন্য ইউনিয়ন আ.লীগের উদ্যোগে গত ৫ ডিসেম্বর সমন্বয়কদের এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগ সদস্য বিজন চক্রবর্ত্তী। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ কান্তি সেন, উপজেলা আ.লীগ নেতা রতন চক্রবর্ত্তী, নুরুল ইসলাম, শিল্পী মিত্র প্রমুখ। আওয়ামীলীগ নেতা বিজন চক্রবর্ত্তী বলেন বর্তমান সরকারের আমলে গত ১২ বছরে পটিয়ার প্রতিটি এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। উন্নয়নের ্এই ধারাবাহিকতায় কেলিশহর ইউনিয়নে নতুন নতুন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সকলের সহযোগিতা পেলে উন্নয়নের প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি।