বিজ্ঞান ও সাহিত্য উভয়ই মানবকল্যাণে কাজ করে

অনলাইন বাংলা বইমেলার সেমিনারে বক্তারা

| মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৯ পূর্বাহ্ণ

সারাবিশ্বে এখন সায়েন্স ফিকশনের ব্যাপক পাঠক তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান বাংলা সাহিত্যেও সায়েন্স ফিকশন অসম্ভব জনপ্রিয়। বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের চর্চা বৃটিশ আমল থেকেই শুরু হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক খ্যাতিমান সাহিত্যিক কল্পবিজ্ঞান নিয়ে লিখেছেন। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপী অনলাইন বাংলা বইমেলার গতকাল সোমবার সপ্তম দিনে ‘সায়েন্স ফিকশন’ বিষয়ে সেমিনারে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন।
বক্তারা আরো বলেন, বিজ্ঞান ও সাহিত্য উভয়ই মানুষের কল্যাণে কাজ করে। উভয়ই নতুন নতুন উদ্ভাবন নিয়ে মানুষের মনে কল্পনা জাগায়। মানুষ বিজ্ঞান ও সাহিত্য নিয়ে চর্চা করে, গবেষণা করে। কাজেই সাহিত্য ও বিজ্ঞান একে অপরের সহায়ক পরিপূরক।
একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক মোস্তাক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন কবি ও বিজ্ঞান লেখক আখতারুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজ্ঞান লেখক অনিক শুভ। ধন্যবাদ বক্তব্য রাখেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ।
কবি ও প্রাবন্ধিক সাঈদুল আরেফীনের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর রীতা দত্ত, গল্পকার বিপুল বড়ুয়া, লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর মিঞা, সংগঠক এস এম আব্দুল আজিজ, প্রাবন্ধিক মোহাম্মদ মুসা খান, লেখক কামরুন্নাহার ঝর্ণা, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, সংগঠক সজল দাস, লেখক তানভীর বিপ্লব, অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, ছড়াকার নাটু বড়ুয়া, কাঞ্চনা চক্রবর্তী, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন প্রমুখ।
আজকের অনুষ্ঠান : অনলাইন বাংলা বইমেলার আজ অষ্টমদিনে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়’ শীর্ষক সেমিনার। এতে প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৩ প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধকেলিশহর ইউনিয়ন আ. লীগের সভা