নোয়াখালী, ফেনী, লক্ষীপুর চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়নের আওতায় ৩দিন ব্যাপী হাটহাজারীতে কৃষি মেলা উদ্ধোধন করা হয়।
গতকাল শনিবার উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল মামুন সিকদার। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আবু রায়হান,,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা,ফতেপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান মো. হারুনর রশীদ, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সওরয়ার মোর্শেদ তালুকদার,কৃষি উদ্যোক্তা ওয়াহিদুল আলম প্রমুখ।
প্রধান অতিথি বলেন,বর্তমান সরকার দেশে কৃষি বিপ্লব সৃষ্টি করেছে। দেশে অনেক ছেলে মেয়েদের চাকরী নেই,এদেরকে কৃষি ও মৎস্য খাতে সম্পৃক্ত করলে বেকারত্ব অনেকাংশে কমে যাবে, উৎপাদন ও বৃদ্ধি পাবে। সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ করছে।তাই প্রতিটি ইউনিয়নে এ ধরনের মেলা করা গেলে নতুন নতুন কৃষি উদ্যেক্তা সৃষ্টি হবে। সভা শেষে ৩দিন ব্যাপি কৃষি মেলা উদ্ধোধন করেন অতিথিবৃন্দ ।