কুরিয়ারে ইয়াবা পাচার, রাতভর অভিযানে মূল হোতা আটক

| বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ৪:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের সময় ৭ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরীর আইস ফ্যাক্টরি রোড এলাকার একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

বিশেষ সূত্রে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম। ঢাকায় পাঠানোর জন্য বুকিং করা খালি বস্তার বান্ডিলের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল ইয়াবাগুলো।

তবে বুকিং দিয়ে সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে দেন মাদক চক্রের সদস্য। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় বুকিংয়ের কাগজপত্র ও কুরিয়ার অফিসের সিসিটিভি ফুটেজ। হেফাজতে নেওয়া হয় কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকেও।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তি একজন ইলেকট্রিক মিস্ত্রি, যিনি ‘বিজয়’ ছদ্মনামে পরিচিত। মূল নাম মোঃ নুর হাসান। শুরু হয় তার সন্ধানে পুলিশের অভিযান। সিসিটিভি ফুটেজ ও মোবাইল নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ। এরপর সাদা পোশাকে অভিযানে নামে তারা। পুলিশ সদস্যদের সঙ্গে ছিলেন দৈনিক আজাদীর একটি টিমও।

অবশেষে রাত ২টার দিকে হালিশহর আই ব্লকের ২ নাম্বার লাইনের একটি বাসা থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আজ (২০ আগস্ট) মঙ্গলবার বিকেলে কোতোয়ালী থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঘটনাটি জানান সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন। তিনি জানান, এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর করিম বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কেউ রেহাই পাবে না।”

পূর্ববর্তী নিবন্ধফ্রিতে ইন্টারনেট সংযোগ না পেয়ে যবুককে পিটুনি, পুলিশের এসআই ক্লোজড
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে এলো মিতসুবিশি এক্সপ্যান্ডার-এর চার ভ্যারিয়েন্ট