সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ফিরিঙ্গী বাজারের আলকরণের ৩নং গলি, কবি নজরুল ইসলাম রোড সড়ক গণসংযোগ করেন।
শনিবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া এই গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শিক্ষক শাহাদাত হোসেন, সিদ্দিক আহমেদ লেদু, আব্দুল কাইয়ুম, আবু তাহের, আলী আকবর, জানে আলম, হাজী আকবর বাচ্চু হারুনুর রশীদ, ফরিদ মিয়া, আব্বাস মিয়া সেলিম চৌধুরী, কামাল উদ্দিন চৌধুরী, ফজলুল হক, রফিকুল হক, শামিমুল হক, তৈয়ব আলী, খোরশেদ আলম রহমান, ওসমান গণি মানিক, সাইফুদ্দিন আহমেদ, ফজলে হাসান চৌধুরী, ইসতেহার উদ্দিন পারভেজ জাহাঙ্গীর আলম, আবদুল আজিজ, এনামুল হক, আবদুল মতিন তারাপদ দাশ, হুমায়ন মোর্শেদ সিদ্দিকী শাকিল, মিনারুল ইসলাম মিনু, মো. সরওয়ার সরকার, মো. আলাউদ্দিন, বশির আহমেদ রিটন, মো. মানিক, অসিউর রহমান, সাফফাত বিন আমিন, শফিউল আজম জনি, কুতুব উদ্দিন টিটু,মো. জাবেদ, অনিন্দ্য দেব, মো. হারুন, জীবন, আকাশ, রিয়াদ হোসেন প্রমুখ।
গণসংযোগকালে বিপ্লব বলেন, পুনরায় নির্বাচিত হলে ফিরিঙ্গী বাজার ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ডে রুপান্তর করবো, সকল সুযোগ-সুবিধা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দিব। আমার এবং এলাকাবাসীর লালিত স্বপ্নের বাস্তবায়নে চলমান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আবারও প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করছি। এলাকাবাসীর কাছে আমার আবেদন, অতীতের মত আবারও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মিষ্টি কুমড়ায় আপনাদের কাছে ভোট চাই।