উখিয়ার কুতুপালং থেকে দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাতকে আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোররাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এ সিরাজুল ইসলামের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
১৪ এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মঙ্গলবার রাত পৌনে তিনটার দিকে ক্যাম্পের সিরাজুল ইসলামের চায়ের দোকানে অস্ত্রসজ্জিত ২৫/৩০ জন লোকজন ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছে। তখন ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাসের নের্তৃত্বে অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে পৌঁছামাত্র আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়িয়ে পালানোর চেষ্টাকালে ছয়জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এরা হলো মো. জাবের (২৪), শফিকুল ইসলাম (৩২), সৈয়দ মোহাম্মদ (৫২), মো. জমির (২৭), মৌলভী হামিদ হোসেন (৪১) ও মো. হোসেন প্রকাশ ইদ্রিস (৪৩)। এ সময় ধৃতদের হেফাজত হতে ১টি রামদা, ১টি কিরিচ, ১টি বক্রাকৃতি ধামা, ২টি লম্বাকৃতি ধামা, ১টি নান চাকু ও ১টি রড জব্দ করে।
কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক এসপি মো. নাইমুল হক জানান, আসামিগণ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং তারা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাছাড়া তারা ঘটনাস্থলে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছিল। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান।












