মোছলেম উদ্দিন আহমদ ছিলেন একজন আপাদমস্তক রাজনীতিবিদ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। মাধ্যমিকে পড়ার সময় থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সম্পৃক্ত হন এবং দেশমাতৃকার স্বাধীনতা ও মুক্তির জন্য জীবনবাজি রেখে তরুণ অবস্থাতেই মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে অবতীর্ণ হন। ছাত্র নেতৃত্বের ধারাবাহিকতায় তিনি জনকল্যাণে নিজেকে নিয়োজিত রেখে গণমানুষের অন্তরে জায়গা করে নিয়েছিলেন এবং জননেতায় পরিণত হন, হয়ে ওঠেন চট্টগ্রামের আওয়ামী রাজনীতির মহীরুহ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারক, অভিভাবক, সভাপতি।
বোয়ালখালী, চান্দগাঁও, ষোলশহর এলাকার ভালবাসা ও ভোট নিয়ে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোছলেম উদ্দিন আহমদের মৃত্যু চট্টগ্রামের রাজনীতিতে বিশাল এক শূন্যতা তৈরি করেছে। তিনি চলে গেলেন, জীবন নদীর বাঁকে বাঁকে তিনি জমা করে রেখে গেলেন অসামান্য কীর্তি, সংগ্রামী চেতনা, দেশপ্রেমের উর্বর পলি। যা আমাদের এবং নতুন প্রজন্মের জন্য আদর্শ ও অনুপ্রেরণা হয়ে পথ দেখাবে। তিনি কীর্তিমান সমাজসেবী, রাজনীতিবিদ ও জাগরণের অগ্রদূত। মহান এ কীর্তিমানের মৃত্যু হতে পারেনা, তিনি তাঁর কীর্তির মাঝে চিরকাল বেঁচে থাকবেন।
লেখক : কোষাধ্যক্ষ, মহানগর আওয়ামী লীগ ও সিডিএর সাবেক চেয়ারম্যান