বন্ধু খেয়াল রাখিস
আদর দিয়ে তুলেছিস মাথায়
যদিও শুনি রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই,
প্রথমে কাছে আসতে দিয়েছিস, পরে তুলেছিস সমাজে
এরপর পাশে বসিয়ে দিয়েছিস খেতে
তোর কী পরিকল্পনা এখন!
নখরগুলো বড় হতে হতে দেখিস যেন
চলে না আসে বসাতে আঁচড়,
দখল করে তোর বিচরণের মাঠ
তারপর দেখিস একদিন জলাতংক নিয়ে
ছটফট করে করে যেন জীবনের মায়া
ত্যাগ করতে না হয় তোকে
জানি দূরেও ফেলতে পারবি না
কিন্তু সময় আছে এখনো কিছুটা
নিজে বদলে, বা না বদলে কৌশল
কী আছে উপায় তোর?
আগলে আগলে এতদিন রেখেছিস যারে
আরেক শত্রুর ছোবল সয়েও
তুলে নিস নি বিছানো চাদর
দেখিস দেশের অস্তিত্বে বিরোধের মত,
তোর অস্তিত্বেও ঘটিয়ে বিরোধ
সে’ই না যেন হয়ে পড়ে ’ফ্রানঙ্কস্টেইন’ তোর
অথবা ‘টি ২ ফাজ’ ভাইরাস
বেরিয়ে না যায় তোর দেহাবরণ ভেঙে
খুড়ে খুড়ে খেয়ে তোর ভিতরের সবকিছু একদিন।







