চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৯নং নগর ওয়ার্ডে বর্তমানে কিশোর গ্যাং গঠন এবং চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদেরকে নিয়ে আধিপত্য বিস্তারের মাধ্যমে চাঁদাবাজি, নিরীহ মানুষদের জায়গা দখল, ইয়াবা ব্যবসা, সকল প্রকার মাদক, হিরোইন সেবন ও ব্যবসাসহ অত্র এলাকার উঠতি বয়সী মেয়েদেরকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্নরকম অপকর্ম প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। স্কুল পড়ুয়া মেয়েরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও ইভটিজিংয়ের ভয়ে স্কুল-মাদ্রাসায় যেতেও ভয় পাচ্ছে। এ অবস্থায় কেউ বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকিসহ পরিবারের মেয়েদেরকে ভয় দেখিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে থাকে। তাই অত্র এলাকার নিরীহ জনগণ ইজ্জত-সম্মান রক্ষার্থে চিহ্নিত ডাকাতি, রাহাজানি মামলার আসামীদের বিরুদ্ধে কিছু বলতে সাহস পায় না। সন্ত্রাসীরা স্থানীয় প্রশাসন, ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসীদেরকে আতাত করে জঘণ্য অপরাধ করেও এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে। সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করার পরও স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। অতএব স্থানীয় এমপি মহোদয়, পুলিশের ডিআইজি মহোদয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন উপরোল্লিখিত অপরাধ সমূহের বিরুদ্ধে তদন্তপূর্বক কিশোর গ্যাং ও গ্যাং লিডারদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে এগিয়ে আসুন।
এলাকার ভুক্তভোগী জনগণ, বৈলতলী ৯নং ওয়ার্ড, চন্দনাইশ, চট্টগ্রাম।