কিংবদন্তি লরেটা লিন মারা গেছেন

| বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৭:৪৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের গ্রাউন্ডব্রেকিং কান্ট্রি গায়িকা লরেটা লিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার হারিকেন মিলস, টেনেসিতে অবস্থিত তার নিজস্ব বাসভবনেই মারা গেছেন। হলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে তার অবদান অনস্বীকার্য, তবে লিনের বেশ কয়েকটি তীক্ষ্‌ণ ট্র্যাক, সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছিল। খবর বাংলানিউজের।
প্রায় ছয় দশক ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন লরেটা লিন। গায়িকার পরিবার থেকে একটি বিবৃতি জারি করে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, আমাদের পরম প্রিয় মা লরেটা লিন, গতকাল সকালে, হারিকেন মিলস-এ তার প্রিয় খামার বাড়িতে ঘুমের মধ্যেই শান্তিপূর্ণ অবস্থায় মারা গিয়েছেন, তার আত্মার শান্তি কামনা করি। গীতিকার হিসেবে তিনি একজন অদম্য কঠিন নারী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। লিনের মৃত্যুর খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই তার বন্ধুরা সামাজিকমাধ্যমে শোক জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক আজাদী সম্পাদককে প্রবীণ হিতৈষী সংঘের সম্মাননা
পরবর্তী নিবন্ধভাগ্য আমাকে নায়িকা বানিয়েছে : জাহারা মিতু