কাস্টমস এক্সাইজ-সাউথ এন্ড ক্লাবের খেলার বাকি অংশ আজ

৩য় বিভাগ ক্রিকেটের রেলিগেশন পর্ব

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব এবং সাউথ এন্ড ক্লাবের খেলা গতকাল সোমবার শেষ হতে পারেনি। বৃষ্টির কারণে দু’দলের খেলা প্রথমে ২৬ ওভার নির্ধারণ করা হয়েছিল। এরপরে আবার ২০ ওভারে নির্ধারণ করা হয়। তবে এতেও খেলা সম্পূর্ণ শেষ করা যায়নি।

টসে জিতে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব প্রথমে ব্যাট করে। ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে তারা ১০২ রান সংগ্রহ করে। জবাবে সাউথ এন্ড ক্লাব ১০ ওভার ৩ বল খেলে ৩ উইকেট হারিয়ে ৬৭ রান তোলে। এ সময় বৃষ্টি এলে খেলা বন্ধ হয়ে যায়। খেলার বাকি অংশ আজ পুনরায় অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধফেরদৌসী রহমানকে নিয়ে ‘গানের পাখি’
পরবর্তী নিবন্ধশ্রীলংকার বিপক্ষে আজ স্বর্ণের লড়াই বাংলাদেশের