কালুরঘাট থেকে ১২ হাজার ৩শ ইয়াবা উদ্ধার

যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ মে, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানা সংলগ্ন কালুরঘাট সেতু এলাকা থেকে ১২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ রাশেদ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাশেদ পটিয়া পৌরসভা এলাকার হাবিবুর পাড়া গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে।

রাশেদ মাদক নিয়ে চট্টগ্রামকঙবাজার মহাসড়কের শাহ আমানত সেতু দিয়ে মহানগরীতে না গিয়ে রুট পাল্টে বোয়ালখালী হয়ে কালুরঘাট সেতু দিয়ে নগরীতে ইয়াবা পাচার করছিলেন। র‌্যাব আরও জানিয়েছে, পটিয়া থেকে মাইক্রোবাসযোগে এক মাদক ব্যবসায়ী কালুরঘাট সেতু দিয়ে নগরীতে আসছে এমন খবরে কালুরঘাট সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। একপর্যায়ে সন্দেহজনক মাইক্রোবাসটি চেক পোস্টের দিকে আসতে দেখে থামানোর সংকেত দিলে মাইক্রোবাসটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মাদক কারবারি মাইক্রোচালক রাশেদকে আটক করা হয়। তার ব্যাগ থেকে ১২ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পাচারে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করে র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে পুরকৌশল বিভাগে ভর্তি পরীক্ষা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই