সাউদার্ন ভার্সিটিতে পুরকৌশল বিভাগে ভর্তি পরীক্ষা

| শনিবার , ২৭ মে, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের ফল সেমিস্টারের প্রথম পর্বের ভর্তি পরীক্ষা গত বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে শুভকামনা এবং যেসকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে। যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারে নাই তাদেরকে পরবর্তী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জানানো হয়েছে।

গুণগত শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে সাউদার্ন ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছিল। দেশের উচ্চ শিক্ষার প্রসারে ও শিক্ষার হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। বিশ্বমানের শিক্ষার মাধ্যমে দেশের ভাবমূর্তি বিশ্বব্যাপী উজ্জ্বল করে শিক্ষার্থীদের জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সাউদার্ন পরিবার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযে অর্থে নারীর মুক্তি…
পরবর্তী নিবন্ধকালুরঘাট থেকে ১২ হাজার ৩শ ইয়াবা উদ্ধার