কক্সবাজার জেলার সাগর কন্যা মহেশখালী‘র কালারমারছড়া ইউনিয়ন ছায়া ঘেরা পাহাড় বেষ্ঠিত ও বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। অত্র ইউনিয়নে প্রায় ৬২,০০০ লোক বাস করে। এখানে একাধিক হাইস্কুল, বাজার, মাদ্রাসা, বেসরকারি ব্যাংকসহ অনেকগুলো প্রতিষ্ঠান আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখানে কোনো গ্রন্থাগার নেই। ফলে জ্ঞানপিপাসু ও শিক্ষার্থীদের বহুদূরে জেলা শহরে গিয়ে বই বা পত্রপত্রিকা সংগ্রহ করতে হয়। অথচ গ্রামে একটা গ্রন্থাগার বা লাইব্রেরি থাকলে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী, শিক্ষক, চাকরিজীবী, সকলে অবসরে–অবকাশে জ্ঞান অর্জনের সুযোগ পেত। শিক্ষা, উন্নয়ন বঞ্চিত পিছিয়ে পড়া এই জনপদ। শিক্ষা–দীক্ষায় দেশের অন্যান্য জনপদ থেকে এখনও অনেক পিছিয়ে আছে। উঠতি বয়সী তরুণরা বই, পত্রপত্রিকা পড়ে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পেত। এ ব্যাপারে নানা সময়ে বিভিন্ন মহল থেকে উদ্যোগ গ্রহণ করার কথা বললেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
স্থানীয় বিদ্যুৎসাহীদের সম্পৃক্ত করে একটি গ্রন্থাগার স্থাপনের জন্য স্থানীয় জেলাপ্রশাসন ও জাতীয় শিল্পকলা একাডেমির প্রতি আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি উক্ত এলাকায় একটা গ্রন্থাগার স্থাপন করে আলোকিত সমাজ গঠনে ও জ্ঞানপিপাসা মেটাতে এগিয়ে আসবেন।
মুহাম্মাদ আবুল কাশেম
কালারমার ছড়া আঞ্চলিক এলাকা,
মহেশখালী, কক্সবাজার।