বান্দরবানের থানচি উপজেলায় নির্মাণ ত্রুটি ও অনিয়মের কারণে একটি কালভার্টে এক বছরে একইস্থানে ২ বার ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, থানচি উপজেলা সদর হতে দেড় কিলোমিটার দূরে ছাংদাকপাড়া যাওয়ার রাস্তায় কয়েকটি কালভার্ট নির্মাণ করা হয়। স্থানীয় বালি ও পাথর ব্যবহার করায় উক্ত কালভার্টগুলোর একটিতে ফাটল দেখা দেয় বলে অভিযোগ উঠেছে।
থানচির সদর ইউপির মহিলা সদস্য ডলিচিং মারমা বলেন, গতবছর কালভার্টে প্রথম ফাটল দেখা দেয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে সংস্কার করা হয়। আবার একইস্থানে ফাটল ধরা পড়ে। তা দ্রুত সংস্কার করতে হবে। থানচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) এর সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলা সদর হতে ছাংদাকপাড়া যাওয়ার রাস্তায় গত কয়েক বছরে ৩টি কালভার্ট নির্মাণ করা হয়। প্রতিটিতে ২৭ লাখ টাকা করে মোট ৮১ লক্ষ টাকা ব্যয় ধরা হয়। নির্মাণ ক্রুটিপূর্ণ হলেও শতভাগ বাস্তবায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট অধিদপ্তরে বার্ষিক প্রতিবেদন দাখিল করা হয়। যে কালভার্টে ফাটল ধরেছে এর কার্যাদেশ দেয়া হয়েছিল ঠিকাদার নুমংপ্রু মারমাকে। জানা গেছে, ভাঙা কালভার্টের কারণে উৎপাদিত পণ্য বাজারজাত করতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এব্যাপারে থানচির উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, কালভার্টটিতে ফাটল দেখা দেয়ার বিষয়ে আমি অবগত নই। বিষয়টি তদন্ত করে দেখা হবে।