করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারের গৃহীত সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে চট্টগ্রাম নাগরিক স্বার্থ সংরক্ষণ সংগ্রাম পরিষদের সভাপতি সুজিত কুমার দাশ ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আবছার।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ কার্যকর লকডাউন বাস্তবায়নে গার্মেন্টস, শিল্পকারখানাও বন্ধের দাবি জানান। কেননা লক্ষ লক্ষ শ্রমিকের যাতায়াত ও কারখানায় চলাফেরা এবং কাজের ক্ষেত্রে করোনা সংক্রমণ বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অবশ্য কিছু কিছু শিল্প কারখানার নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকলেও সেখানে অতিরিক্ত যাত্রী, মাস্ক পড়তে অনীহাসহ নানা ধরনের ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে। যা করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে দিন দিন। প্রয়োজনে শ্রমিক বেতন ভাতা প্রদানে সরকারি সহযোগিতাও কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।